শ্রীলঙ্কার নির্বাচনে রাজাপক্ষে ভাইয়েরা জয়ী

শ্রীলঙ্কার শক্তিধর রাজাপক্ষে ভাইয়েরা দেশটির সংসদীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছেন।

শুক্রবার নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, রাজাপক্ষের শ্রীলঙ্কা পিপল’স ফ্রন্ট ১৯৬ আসনের মধ্যে ১২৮টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বিরোধী দল মাত্র ৪৭ আসনে জয়লাভ করেছে।

শ্রীলঙ্কার সংসদে ২২৫টি আসন রয়েছে। যারমধ্যে ১৯৬ জন সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকি ২৯ জন প্রতিটি দল ও স্বতন্ত্র গ্রুপ কত ভোট পেল সে অনুযায়ী জাতীয় তালিকা থেকে নির্বাচিত হন।

গোতাবায়া রাজাপক্ষে এক টুইটে বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলাফলে শ্রীলঙ্কা পিপল’স ফ্রন্ট নিরঙ্কুশভাবে জয় লাভ করেছে।’

প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে একইপদে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের মাধ্যমে শপথ নিতে পারেন।

বিপুলভাবে এই বিজয়ের কারণে তারা সংবিধান পরিবর্তন করতে পারবেন। আগামী শুক্রবার জাতীয় তালিকা ঘোষণা করা হলে রাজাপক্ষের দল আরও আসন পাবে।

সংবিধান পরিবর্তনের জন্য তাদের প্রয়োজন ১৫০ আসন বা সংসদের দুই-তৃতীয়াংশ আসন।