বিশ্বরেকর্ডের থেকে এক কদম দূরে। আজ, রবিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমে ১ রান করলেই রোহিত শর্মাকে ছাপিয়ে যাবেন বিরাট কোহলি। এই সিরিজে রোহিত বিশ্রামে। আপাতত টি২০ ফর্ম্যাটে ২,৬৩৩ রান করে বিরাট–রোহিত যুগ্মভাবে শীর্ষস্থানে।
ঘটনাচক্রে, শনিবার অনুশীলনে বাঁ হাতের কড়ে আঙুলে চোট পান বিরাট। ফিজিও নীতিন প্যাটেলকে মাঠে আসতে হয় তাঁর শুশ্রুষা করতে। তবে চোট গুরুতর নয় বলেই খবর।
আজকের বাজার/লুৎফর রহমান