শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠ মাহারার সর্বাধিক সুরক্ষিত কারাগার ভাঙ্গার প্রচেষ্টার ঘটনায় সোমবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জন। ওই ঘটনায় অপর ৪৫ জন আহত হয়েছে। খবর সিনহুয়ার।
পুলিশের মুখপাত্র ডিআইজি অজিথ রোহানা সিনহুয়াকে জানিয়েছেন, যারা মারা গেছে তারা সকলেই ছিল বন্দি, কারাগারের রক্ষীরা ওই ঘটনায় আহত হন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হয়ে পড়ে।
রোহানা বলেন, রোববার দুপুরে কারাগার প্রাঙ্গণে বন্দিদের একটি বড় দল তাদের কক্ষ ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়ে। ওই বন্দিরা কারাগারের ফটকের দিকে দৌড়ে গেলে কারাগার রক্ষিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় তাৎক্ষণিক গুলি চালায়। এ সময় একজন বন্দি নিহত ও বেশ কজন গুরুতর আহত হয়। পুলিশ মুখপাত্র জানান, কারাগারে বন্দিরা কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি দাবি করে।
কারাগারের কর্মকর্তারা বলেন, মহারা জেলের অন্তত ১৮০ জন বন্দি ভাইরাস সংক্রামিত হওয়ায় তাদেরকে বাকি অংশ থেকে বিচ্ছিন্ন রাখা হয়। মহারা জেলখানায় কমপক্ষে আড়াই হাজার বন্দি রয়েছে।
রোহানা বলেন, কারাগার প্রাঙ্গণে ও বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিশেষ পুলিশ টাস্কফোর্স মোতায়েন করা হয়েছে।