শ্রীলংকায় তিনটি চার্চ ও তিনটি হোটেলে বিস্ফোরণে অন্তত ১৫০ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৪০০।
রোববার খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টারের প্রার্থনা চলাকালে এ হামলা চালানো হয়।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের মধ্যে দুইজন বিদেশি থাকলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার পরপরই হেল্প লাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস।
বিবিসি, রয়টার্স, সিএনএন ও এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার সাকল পৌনে নয়টার দিকে হওয়া এই বিস্ফোরণের ঘটনায় আহত তিন শতাধিক মানুষকে কলম্বোসহ বেশ কিছু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়বে।