গত বছর ভারতের কাছে তিন ফরম্যাটেই সিরিজ হেরেছে দলটি। এর আগে আবু ধাবিতে পাকিস্তানের কাছে ৫-০ ও ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে ৩-২ তে ওয়ানডে সিরিজ হেরেছে লঙ্কানরা। তবে এতোকিছুর মাঝেও আশার আলো দেখছেন শ্রীলঙ্কার সাবেক বিস্ফোরক ব্যাটসম্যান রুমেশ কালুভিথারানা। ৪৮ বছর বয়সী সাবেক এ উইকেটকিপারের মতে, খারাপ সময় কাটিয়ে শ্রীলঙ্কা আবার আন্তর্জাতিক ক্রিকেটে শক্তভাবে ফিরে আসবে। ত্রিদেশীয় সিরিজ এবং টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল এখন বাংলাদেশে।
ভারতের একটি টি-টুয়েন্টি লিগে এসএআই-মুম্বাই মাস্টার্স দলের জার্সির উদ্বোধনকালে শ্রীলঙ্কার হয়ে ৪৯ টেস্ট খেলা সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘সব দলই কোন না কোন সময় পথ থেকে বিচ্যুত হয়। সবারই ভালো সময়, খারাপ সময় থাকে। তারা (শ্রীলঙ্কা) এই মুহূর্তে ভালো করছে না। কিন্তু, অবশ্যই একদিন তারা শক্তভাবে ঘুরে দাঁড়াবে। আমি আশা করি এটা খুবই দ্রুত ঘটবে।’
কারা শ্রীলঙ্কান দলের পরিবর্তনে নেতৃত্ব দিতে পারবে- এমন প্রশ্নের জবাবে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের এ সদস্য বলেছেন, ‘৩ থেকে ৪ জন খেলোয়াড় আছে যারা জাতীয় দলকে সঠিক পথে নিয়ে আসতে নেতৃত্ব দিতে পারে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানো এবং নিজেদের জায়গা থেকে সাফল্য নিয়ে আসা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার।’
তবে কোন নির্দিষ্ট খেলোয়াড়ের নাম বলতে আগ্রহী নন সাবেক এই শ্রীলঙ্কান গ্রেট। নির্দিষ্ট কারো নাম না বলে তিনি বলেছেন, ‘এটা তরুণ বা সিনিয়র কারো জন্যই ন্যায্য হবে না। ৫-৬ জন খেলোয়াড় আছেন যারা শ্রীলঙ্কা দলকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারবে।’
আজকের বাজার: সালি / ১৫ জানুয়ারী ২০১৭