বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়ে গেছে দুই দিন আগে। আসন্ন সিরিজে চোটের কারণে সাকিব আল হাসান খেলতে না পারলেও আপাতত দলের সঙ্গে যোগ দিচ্ছেন। মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কায় যাচ্ছেন সীমিত ওভারের এই অধিনায়ক।
অবশ্য সাকিবের এমন সফরের পেছনে রয়েছে স্বাস্থ্যসেবা। সেখানে দুইদিন থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমানে চড়বেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের কলম্বো যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
কলম্বো গিয়ে দুই দিন দলের সঙ্গে থাকবেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ম্যাচ দেখেই বিশেষজ্ঞ দেখাতে তার অস্ট্রেলিয়া রওয়ানা দেওয়ার কথা।
ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলের চোটে এখনও ভুগছেন সাকিব। ইতোমধ্যে ব্যাংককের দুইজন অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হয়েছিলেন। সেখানে দুই সপ্তাহ সাকিবের আঙুলে থেরাপি দেওয়ার কথা বলা হয়েছিল।
বিসিবি থেকে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দেশেই সাকিবের আঙুলে থেরাপি দেওয়া হোক। পরবর্তীতে সিদ্ধান্ত বদল করে অস্ট্রেলিয়ায় থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
এরই মধ্যে সাকিবের আঙুলের চিকিৎসাজনিত সব কাগজপত্র অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানকার অভিজ্ঞ একজন অর্থোপেডিক সার্জনের দ্বারস্থ হতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, `সাকিব আজ দুপুরে কলম্বো যাবে। সেখান থেকে দুই দিন পর অস্ট্রেলিয়া যাবে। সব কিছু ঠিক থাকলে আগামী ৯ মার্চ তিনি ডাক্তার দেখাবেন। এরপরই আসলে জানা যাবে তার আঙুলের প্রকৃত অবস্থা। অস্ট্রেলিয়ার ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
প্রসঙ্গত, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়ে লঙ্কানদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে ছিটকে যান সাকিব।