ষষ্ঠ বারের মত গোল্ডেন বুট জিতলেন মেসি

প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড ষষ্ঠ গোল্ডেন বুট জিতলেন মেসি। ইউরোপের টপ পাঁচ লীগের মধ্যে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয়ে থাকে এই পুরস্কার। এবার শেষ রাউন্ড পর্যন্ত তাকে টক্কর দিয়েছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপে।

এবারের মৌসুমে স্প্যানিশ লীগে নিজ দল বার্সেলোনার হয়ে সর্বমোট ৩৬ টি গোল করেছেন মেসি যা শীর্ষ পাঁচ লীগের যেকোন ফুটবলারের থেকে সর্বোচ্চ।

দ্বিতীয়স্থানে থাকা কিলিয়ান এমবাপে করেছেন ৩৩ টি গোল। শেষ লীগ ম্যাচে মাঠে নামার আগে মেসির থেকে ৪ গোল পিছিয়ে ছিলেন এমবাপে। যদিও ওই ম্যাচে মাত্র একটি গোলই করতে পেরেছেন তিনি।

আজকের বাজার/এমএইচ