আলোচিত ষোড়শ সংবিধান সংশোধনীর আলোচিত রায়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে সরকার। ২০১৪ সালে জাতীয় সংসদে পাশ হওয়া বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে এই রায় দেওয়া হয়েছিল।
রোববার ২৪ ডিসেম্বর সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ৯০৮ পৃষ্ঠার এই রিভিউ আবেদন জমা দেওয়া হয়। আবেদনের নম্বর ৭৫১ বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
চলতি বছরের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত ৪ জানুয়ারি আপিল করে। শুনানি শেষে ১৩ জুলাই আপিল বিভাগ সর্বসম্মতিতে ওই আপিল খারিজ করে রায় দেয়। গত ১ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
আজকের বাজার: আরআর/ ২৪ ডিসেম্বর ২০১৭