ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তেহরান আলোচনা চায়, তবে তার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই অবরোধ তুলে নিতে হবে।
সরকারি টেলিভিশনে প্রচারিত এক মন্তব্যে রুহানি বলেন, ইরান আলাপ আলোচনাকেই গুরুত্ব দিচ্ছে। যদি যুক্তরাষ্ট্র সত্যিকার ভাবেই আলোচনা চায়, তবে সবকিছুর আগে তেহরানের ওপর আরোপিত সকল অবরোধ প্রত্যাহার করতে হবে।
ইরানের শীর্ষ কূটনীতিক মোহাম্মদ জাভাদ জারিফের সাথে বৈঠকের পর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রুহানি আরো বলেন, যুগান্তকারী পরমাণু চুক্তির অংশীদার যুক্তরাষ্ট্র থাকুক কিংবা না থাকুক ইরান আলোচনার জন্যে প্রস্তুত।
এর আগে একজন মার্কিন সিনেটর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের যে প্রস্তাব দিয়েছিলেন তা ফিরিয়ে দেয়ার খবর সোমবার নিশ্চিত করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভাদ জারিফ ।
গত বছর যুক্তরাষ্ট্র ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা এবং এর পর তেহরানের ওপর অবরোধ আরোপের কারণে দেশ দুটির মধ্যে তিক্ততা সর্বোচ্চ মাত্রায় পৌঁছে।