নিউ ইয়র্কের গভর্নর কোমো বলেছেন প্রাক্তন নিউ ইয়র্কের মেয়র ও বিশিষ্ট জন-হিতৈষী মিচেল ব্লমবার্গ করোনা সংক্রমণ ও সংক্রমিত ব্যক্তিদের চিহ্নিতকরণে নুতন প্রযুক্তি ও তাতে অর্থায়নে সহায়তা করবেন।
প্রাক্তন মেয়র ব্লমবার্গ কিছুদিন আগে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার জন্য কোটি কোটি ডলার খরচ করেও করেও সফল হন নি। তবে জনহিতৈষীমূলক কাজে যেমন, চিকিৎসা-পরিসেবা,পরিবেশ সংরক্ষণ ও অন্যান্য জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান সবিশেষ প্রশংসার দাবীদার এবং তিনি চিরস্মরণীয় এক নাম।