সংগঠন বাড়ছে গ্রামীণ ফোনে। প্রতিষ্ঠানটিতে আরো একটি নতুন ট্রেড ইউনিয়ন গঠন করা হয়েছে। জেনারেল এমপ্লয়িজ ইউনিয়ন গ্রামীণফোন (জিইইউজিপি) নামে নতুন এই সংগঠন বৃহস্পতিবার নিবন্ধনের জন্য শ্রম বিভাগে আবেদন করে। শ্রম পরিচালকের কাছে এই আবেদন জমা দেয়ার সময় সংগঠনটির কার্যনির্বাহী নেতারা উপস্থিত ছিলেন।
অপারেটরটিতে প্রথম ট্রেড ইউনিয়ন হয় ২০১২ সালে। গ্রামীণফোন অ্যাপ্লয়িজ ইউনিয়ন নামে ওই সংগঠনটি বছরের পর বছর ধরে নিবন্ধন পেতে আন্দোলন-সংগ্রাম করছে। ২০১৬ সালের জুনে এটির নিবন্ধনের আপিল মঞ্জুর করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। কিন্তু এখনও শ্রম অধিদপ্তরের নিবন্ধন সার্টিফিকেট পায়নি তারা।
জিইইউজিপির সাধারণ সম্পাদক সুব্রত দাশ খোকন টেকশহরডটকমকে জানান, টেলিকম শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারিদের চাকরি নিরাপত্তা, সঠিক কর্মপরিবেশের নিশ্চয়তা, ব্যবসার প্রবৃদ্ধি এবং চাকুরিজীবীদের সার্বিক কল্যানে কাজ করবে নবগঠিত ট্রেড ইউনিয়ন।
তিনি জানান, রাজনৈতিক দলনিরপেক্ষ থাকা এবং দেশি-বিদেশি এনজিওর লেজুরবৃত্তি করা থেকে সচেতনভাবে বিরত থাকবে এই সংগঠন। সংগঠনের শুরু থেকেই শুধুমাত্র কর্মরত শ্রমিকদের মধ্য থেকে সদস্যপদ প্রদান করার নীতি অনুসরণ করা হবে।
সংগঠনটির নতুন নেতৃবৃন্দের মধ্যে আরও রয়েছেন সভাপতি আহম্মদ মঞ্জুরুদ্দৌলা, সাংগঠনিক সম্পাদক মীর ইফতিয়ার হোসেন।