অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয় মৌসুমী হামিদ। এবার তাকে দেখা যাবে সংগীতশিল্পীর ভূমিকায়।
আসছে ঈদে অন্য প্রাণের সুর শিরোনামের একটি নাটকে এই ভূমিকায় দেখা যাবে তাকে। তপু খান পরিচালিত এই নাটকটিতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেবকে।
মৌসুমী জানান, নাটকটিতে আমি একজন উঠতি সংগীতশিল্পী। আমার চরিত্রের নাম তৃনা মাহবুব। নাটকটির কাহিনী আমি এখনই বলতে চাচ্ছি না। তবে এটুকু বলতে পারি নাটকটি দর্শকদের ভালো লাগবে।
নাটকটিতে মৌসুমী ছাড়াও আরও অভিনয় করেছেন মনির আহমেদ শাকিল, কল্যাণ কোরাইয়া, হাসান ইমাম, লায়লা হাসান প্রমুখ। ঈদুল আজহার পঞ্চম দিন রাত ৮টা ৪৫ মিনিটে দেশ টিভিতে নাটকটি প্রচারিত হবে।
আজকের বাজার: আরআর/ ২৯ আগস্ট ২০১৭