প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বৌদ্ধ ধর্মের শীর্ষস্থানীয় নেতা ও কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ এক শোক বার্তায় বলেন, একুশে পদকপ্রাপ্ত সমাজ সেবায় নিবেদিত বুদ্ধিস্ট সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের ছিলেন অহিংসার একজন অগ্রপথিক এবং শান্তি ও মানবতার দূত।
প্রধানমন্ত্রী বলেন, শুদ্ধানন্দ মহাথেরের ধর্ম-বর্ণ নির্বেশেষে মানুষের মাঝে বন্ধুত্ব ও সম্প্রীতি বন্ধন সৃষ্টি এবং বাঙালিদের মাঝে ভ্রাতৃত্ববোধ জোরদার করার অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তিনি বলেন, শুদ্ধানন্দ মহাথেরোর মৃত্যুতে বাংলাদেশ ও বৌদ্ধ সমাজের অপূরণীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রী শুদ্ধানন্দ মহাথেরের আত্মার মুক্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, শুভাকাক্সক্ষী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান