সরকার সংবাদপত্র ও সংবাদ সংস্থাসমূহে নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের জন্য মূল বেতনের ৪৫শতাংশ হারে অন্তবর্তীকালীন মহার্ঘ্য ভাতা সুবিধা ঘোষণা করেছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বলা হয়, তথ্য মন্ত্রণালয়ের ২০১৮ সালের ২৯ জানুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত ৯ম সংবাদপত্র মজুরি বোর্ডের পেশকরা অন্তর্বর্তীকালীন প্রতিবেদন পরীক্ষান্তে সরকার সংবাদপত্র ও সংবাদ সংস্থাগুলোতে নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের জন্য মূল বেতনের ৪৫শতাংশ হারে অন্তবর্তীকালীন মহার্ঘ্য ভাতা সুবিধা ঘোষণা করেছে।
গত ১ মার্চ ২০১৮ থেকে বেতন বৃদ্ধির এ আদেশ কার্যকর এবং অন্তর্বর্তীকালীন এ সুবিধা পরবর্তীতে ঘোষিতব্য সামগ্রিক বেতন কাঠামোর সাথে সমন্বয় করা হবে বলে তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এছাড়াও অন্তবর্তীকালীন এ সুবিধা পরবর্তীতে ঘোষিতব্য সামগ্রিক বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করা হবে।
আজকের বাজার/এমএইচ