তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগসহ ছয় খাতে সম্পর্ক বাড়ছে বাংলাদেশের। এগুলো হচ্ছে দ্বিপাক্ষিক সহযোগিতা, শ্রম ও কর্মসংস্থান এবং কনসু্যুলার রিলেশন, জ্বালানি ও বন্দর ব্যবহার, মানবিক ও কারিগরি এবং বেসামরিক বিমান পরিবহন।
গত ৫-৬ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইউএই যৌথ কমিশনের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনার পর সহযোগিতার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। এই কমিশনের চতুর্থ সভার প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ৬ মার্চ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে প্রতিবেদনটি পাঠানো হয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে। গত ১৩ মার্চ প্রতিবেদনটি অনুমোদন করেন অর্থমন্ত্রী।
এ প্রসঙ্গে ইআরডি সচিব কাজী শফিকুল আযম গণমাধ্যমকে বলেন, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসু হয়েছে। আশা করি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমাদের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে।
আরএম/