একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ৪১ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথ সভায় শুক্রবার রাতে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সভায় সর্বসম্মতিক্রমে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য ৪১ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়।’
মনোনীত প্রার্থীরা হলেন- আঞ্জুম সুলতানা- কুমিল্লা, সুলতানা নাদিরা- বরগুনা, হোসনে আরা-জামালপুর, রুমানা আলী- গাজীপুর, উম্মে ফাতেমা নাজমা বেগম- ব্রাহ্মণবাড়িয়া, হাবিবা রহমান খান (শেফালি)- নেত্রকোনা, শেখ এ্যানি রহমান- পিরোজপুর, অপরাজিতা হক- টাঙ্গাইল, মোছা: শামীমা আক্তার খানম- সুনামগঞ্জ, শামসুন্নাহার ভূঁইয়া- গাজীপুর, ফজিলাতুন নেসা- মুন্সিগঞ্জ, রাবেয়া আলীম- নীলফামারী, তামান্না নুসরাত বুবলী- নরসিংদী, নার্গিস রহমান- গোপালগঞ্জ, মনিরা সুলতানা- ময়মনসিংহ, নাহিদ ইজহার খান- ঢাকা, মোছা: খালেদা খানম- ঝিনাইদহ, সৈয়দা রুবিনা মিরা- বরিশাল, ওয়াসিকা আয়েশা খান- চট্টগ্রাম, কাজী কানিজ সুলতানা- পটুয়াখালী, অ্যাডভোকেট গ্লোরিয়া আয়শা সরকার- খুলনা, সুবর্ণা মুস্তাফা- ঢাকা, জাকিয়া তাবাস্সুম- দিনাজপুর, ফরিদা খানম (সাকী) নোয়াখালী, বাসন্তী চাকমা- খাগড়াছড়ি, কানিজ ফাতেমা আহমেদ কক্সবাজার, রুশেমা বেগম- ফরিদপুর, সৈয়দা রাশিদা বেগম- কুষ্টিয়া, জোহরা আলাউদ্দিন- মৌলভিবাজার, আদিবা আনজুম মিতা- রাজশাহী, আরমা দত্ত- কুমিল্লা, শিরিনা নাহার- খুলনা, ফেরদৌসী ইসলাম জেসী- চাঁপাইনবাবগঞ্জ, পারভীন হক সিকদার- শরীয়তপুর, খাদেজা নুসরাত- রাজবাড়ী, শবনম জাহান শিলা- ঢাকা, খাদিজাতুল আনোয়ার- চট্টগ্রাম, জাকিয়া পারভীন খানম- নেত্রকোনা, মোসা: তাহমিনা বেগম- মাদারীপুর, শিরীন আহমেদ- ঢাকা ও জিন্নাতুল বাকিয়া- ঢাকা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দলের প্রার্থীদের নাম শনিবার ঘোষণা করা হবে।
উপজেলা নির্বাচনে প্রথম ধাপের জন্য আমাদের মনোনয়ন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আজ তা ঘোষণা করা হবে বলেও জানান সেতুনমন্ত্রী। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ