সংরক্ষিত নারী আসনে সংসদে একমাত্র প্রতিনিধি হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবেন। দুপুর সাড়ে ১২টা থেকে ১টা মধ্যে এ মনোনয়ন জমা দেবেন বলে জানান রুমিন।
রুমিন ফারহানা বলেন, ‘দল আমার উপর যে আস্থা রেখেছে বিশেষ করে ম্যাডামের মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, জনগণ ও দলের পক্ষে কথা বলা- এটা যেন এমপি হয়ে করতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।’
এদিকে চূড়ান্ত করার আগ পর্যন্ত মনোনয়ন দেওয়া নিয়ে বিপাকে পড়ে বিএনপি। দলের একটি অংশ রুমিনের পক্ষে, আরেকটি অংশ নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়ের পক্ষে অবস্থান নেন। এই অবস্থায় একটি অংশ বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের পক্ষে সুপারিশ করেন।
আজকের বাজার/এমএইচ