নির্বাচন কমিশন আজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্যের নাম ঠিকানা উল্লেখ করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
নির্বাচন কমিশন এ সংক্রান্ত আইন অনুযায়ী নারী সংসদ সদস্যদের নাম উল্লেখ করে প্রজ্ঞাপন প্রকাশ করে বলে কমিশন সূত্র জানায়।
নারী সংসদ সদস্যদের মধ্যে ৪৩ জন আওয়ামী লীগ, চার জন জাতীয় পার্টি, একজন ওয়াকার্স পার্টি এবং একজন স্বতন্ত্র সদস্য রয়েছেন। তথ্য-বাসস
আজকের বাজর/এমএইচ