আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ৯ অক্টোবর সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে জাপার সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এরশাদের নেতৃত্বে ২৫ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে বলে জানা গেছে।
ঘোষিত কর্মপরিকল্পনা নিয়ে এর আগে গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি এবং ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের এবং ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন কমিশন।
আগামী ১৮ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ অনুষ্ঠিত হবে। এর আগে ১৫ অক্টোবর বিএনপির সঙ্গে সংলাপে বসবে ইসি।
আজকের বাজার:এলকে/এলকে ৯ অক্টোবর ২০১৭