সংলাপে বসার সিদ্ধান্তকে স্বাগত জানাল ঐক্যফ্রন্ট

সংলাপ চেয়ে চিঠি দেয়ার একদিন পরেই ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মত হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঐক্যফ্রন্ট।

সোমবার (২৯ অক্টোবর) বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংলাপে বসতে সম্মত হওয়ার ঘোষণা পাওয়ার পর সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় এ কথা জানায় ঐক্যফ্রন্টের নেতারা।

মতিঝিলে বৈঠকে বসা ঐক্যফ্রন্টের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘(শেখ হাসিনার) এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এবং আনুষ্ঠানিকভাবে যখন আমাদেরকে জানানো হবে কখন, কোন সময়ে, কোন তারিখে এই আলোচনা হবে আমরা সেটা জানলে অবশ্যই সাড়া দেবো।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদের (ঐক্যফ্রন্টের) বৈঠক চলছে। আমরা অনেক কিছু নিয়ে আলাপ করছি। ভব্যিষ্যৎ কর্মসূচি নিয়ে আলাপ করছি।’

এর আগে বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার দরজা কারো জন্য বন্ধ হয় না, বন্ধ থাকে না। এর মধ্যদিয়ে আপনারা বুঝতে পারছেন যে আমরা, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টের প্রস্তাবে সম্মত। এবং আমরা সবাই এ ব্যাপারে আমাদের নেত্রীর সাথে একমত যে, আমরা ঐক্যফ্রন্ট নেতাদের সাথে সংলাপে বসবো।’

শেখ হাসিনা সংলাপে নেতৃত্ব দেবেন জানিয়ে আওয়ামী লীগের সাধরণ সম্পাদক কাদের বলেন, সংলাপের বিষয়ে খুব শিগগিরই তারিখ, সময় ও স্থান জানানো হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী যেহুতু আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, সেজন্য এই মুহূর্তে নির্বাচন কমিশনে যাওয়ার প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল (বুধবার) বিকাল ৩টায় নির্বাচন কমিশনে যাওয়ার কথা ছিল। আমরা আর যাচ্ছি না। এই যে নতুন ডেভেলপমেন্ট হলো; এই আলোকে মূল বিষয়টার ওপর সংলাপ হবে সুতরাং সেখানে নির্বাচন কমিশন পুনর্গঠনের ব্যাপারেও আলোচনা হবে।’

তথ্যসূত্র-ইউএনবি

আজকের বাজার/এমএইচ