সংলাপে সূচনা বক্তব্যে যা বললেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সাথে জাতীয় ঐক্যফ্রন্টের বহুল আলোচিত সংলাপ চলছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় গণভবনে শুরু হওয়া বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে আপনারা এসেছেন, গণভবন জনগণের ভবন, আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এতটুকু বলতে পারি দেশের জন্য আমরা সার্বিক উন্নয়ন করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জন্য আর্থসামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছি এবং দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছি। সেক্ষেত্রে বাংলাদেশের এই উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে মনে করি।’

‘এছাড়া এই দেশটা আমাদের সকলের। মানুষের ভাগ্যের পরিবর্তন করা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সার্বিক উন্নয়ন এটাই আমাদের মূল লক্ষ্য।’

শেখ হাসিনা আরো বলেন, ‘আমি এটা বিচারের ভার আপনাদের ওপর ছেড়ে দেব। দীর্ঘ নয় বছর ১০ মাস হতে চললো আমরা সরকারে। এই সময়ের মধ্যে দেশে কত উন্নয়ন করতে পেরেছি সেটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করে দেখবেন।’

তিনি আরও বলেন, ‘এটুকু বলতে পারি বাংলাদেশের সাধারণ মানুষ ভালো আছে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। দিনবদলের যে সূচনা করেছিলাম সেই দিন বদল হচ্ছে। এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

তথ্যসূত্র-ইউএনবি

আজকের বাজার/এমএইচ