জাতীয় নির্বাচন নিয়ে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রবিবার চিঠি পাঠিয়েছে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্বাচন নিয়ে সংলাপে বসার আহ্বান জানিয়ে ঐক্যফ্রন্ট আরো একটি চিঠি পাঠিয়েছে।
ঐক্যফ্রন্টের দুই নেতা জগলুল হায়দার ও এএইচএম শফিক উল্যাহ রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে গিয়ে চিঠি পৌঁছে দেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ চিঠি দুটি গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেন ড. কামাল হোসেন, অন্যদিকে ওবায়দুল কাদেরকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। তথ্য-ইউএনবি।
আজকের বাজার/এমএইচ