সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করার দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
সোমবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান আ স ম রব।
আ স ম রব বলেন, ‘আমরা কমিশনকে বলেছি, আপনাদের অংশীজন হচ্ছে রাজনৈতিক দল। তাদের সম্মতি ছাড়া তফসিল ঘোষণা করলে প্রশ্নের সম্মুখীন হবেন।’
তিনি বলেন, ‘কমিশন পোলিং এজেন্টদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।’
নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রশ্নে আ স ম রব বলেন, ‘আমরা ইভিএম চাই না। ভোটাররা চায় না। রাজনৈতিক দলগুলো চায় না। আপনারা (কমিশন) এ ব্যাপারে সিরিয়াস হবেন না। তবে কমিশন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।’
তিনি বলেন, ‘সংলাপ হচ্ছে। সংলাপের ফল না জেনে আমরা তফসিল না দিতে বলেছি কমিশনকে। বলেছি, ২৮ জানুযারি পর্যন্ত নির্বাচন করার সময় আছে। অতীতে অনেকবার এভাবে তফসিল পেছানোও হয়েছে। জাতির স্বার্থে তফসিল পেছানো কোনও ব্যাপার নয়।
আ স ম রব বলেন, ‘কমিশনের সঙ্গে সুন্দর পরিবেশে কথা হয়েছে। তারা কিছু বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে, দুই-একটা বিষয়ে দিতে পারেনি।’
তিনি বলেন, ‘সংলাপ হচ্ছে। সংলাপের ফল না জেনে আমরা তফসিল না দিতে বলেছি কমিশনকে। বলেছি, ২৮ জানুযারি পর্যন্ত নির্বাচন করার সময় আছে। অতীতে অনেকবার এভাবে তফসিল পেছানোও হয়েছে। জাতির স্বার্থে তফসিল পেছানো কোনও ব্যাপার নয়।
তফসিল পেছানোর বিষয়ে কমিশন বিবেচনা করবে কিনা এমন প্রশ্নের জবাবে আ স ম রব বলেন, ‘কমিশনর বিষয়টি বিবেচনা করবে।’
আজকের বাজার/এমএইচ