সংশোধিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে সোমবার সাভারে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। এসময় পুলিশের সাথে সংঘর্ষে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন।
আশুলিয়ার নরসিংপুর এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।
পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে তাদের সাথে পুলিশের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনার পর আজ বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বেতন বৈষম্যের প্রতিবাদে গত কয়েক দিন ধরে তৈরি পোশাক শ্রমিকদের চলা ব্যাপক আন্দোলনের মুখে রবিবার তাদের মজুরি কাঠামো সংশোধন করে সরকার।
কিন্তু সংশোধিত মজুরি কাঠামোতে প্রত্যাশা অনুযায়ী মূল বেতন বাড়েনি অভিযোগ করে নিজেদের বিক্ষোভ অব্যাহত রেখেছেন শ্রমিকরা।
এদিকে তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ রবিবার হুমকি দিয়েছে, শ্রমিকরা সোমবারের মধ্যে কাজে ফিরে না গেলে অনির্দিষ্টকালের জন্য সব কারখানা বন্ধ রাখা হবে।
আজকের বাজার/এমএইচ