জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বেলা সোয়া ১১টার দিকে অনুষ্ঠিত এ জানাজায় বর্তমান ও সাবেক সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
সংসদ প্রাঙ্গণে জানাজা শেষে মুক্তিযোদ্ধা খোকার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেয়া হয়। সেখানে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সর্বস্তরের মানুষ ৭১ এর গেরিলাযোদ্ধার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।
এর আগে এমিরেটস এয়ারলাইনের একটি বিমান করে যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ২৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় খোকার মরদেহ।
প্রসঙ্গত, সাবেক মন্ত্রী খোকা নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।ইউএনবি
আজকের বাজার/লুৎফর রহমান