সাবেক সংসদ সদস্য রহিম উদ্দিন ভরসার নামাজে জানাজা আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ এমপি, মো. হাবিবে মিল্লাত এমপি, জাতীয় পার্টির পীর ফজলুর রহমান এমপি, বিএনপির সংসদ সদস্যবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মচারীরা জানাজায় শরীক হন।
১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে রংপুর -১০ (বর্তমানে ২২ রংপুর-৪) আসন থেকে রহিম উদ্দিন ভরসা সংসদ সদস্য নির্বাচিত হন। জানাজার আগে বিএনপির নেতৃবৃন্দ এবং পরিবারের পক্ষ থেকে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়। জানাজা শেষে একাদশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় পার্টির এমপি পীর ফজলুর রহমান এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান