একাদশ জাতীয় সংসদের ৫ম অধিবেশন ৭ নভেম্বর শুরু হবে। ওইদিন বিকেল সোয়া ৪টায় বসবে অধিবেশন।
বুধবার রাষ্ট্রপতি আবদুল মো. হামিদ সংসদ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন তিনি।
সংসদ সচিবালয়ের উপ-পরিচালক (গণসংযাগ-১) মো. নূরুল হুদা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
এ অধিবেশন কতদিন চলবে তা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
এর আগে মাত্র চার কার্যদিবস চলার পর ১২ সেপ্টেম্বর চতুর্থ অধিবেশন শেষ হয়। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
আজকের বাজার/এমএইচ