সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিলসহ দু’টি বিল পাস

জাতীয় সংসদে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিল, ২০২০সহ দু’টি বিল সংশোধিত আকারে পাস হয়েছে। পাস করা অন্য বিলটি হচ্ছ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল,২০২০। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিল দ’টি পাসের প্রস্তাব করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিলে এ বিশ্ববিদ্যালয় স্থাপন, পাঠদান প্রক্রিয়া, চ্যান্সেলর, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্টার, ডীনসহ শিক্ষক, কর্মকর্তা নিয়োগ, প্রশাসন পরিচালনা, তহবিল, বাজেট, হিসাবসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দষ্ট বিধান করা হয়েছে।

বিল দু’টির ওপর বিরোধী দলীয় কয়েকজন সদস্য জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান