বাংলাদেশ বাতিঘর বিল ২০২০ এর ওপর নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট আজ সংসদে উপস্থাপন করা হয়েছে।কমিটির সভাপতি মেজর(অব.)রফিকুল ইসলাম বীরোত্তম রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়। বিদ্যমান আইন রহিত করে সময়োপযোগী বিধান সংযোজনের প্রস্তাব করে গত ১৫ জানুয়ারি নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। বিলে নৌপথে বাতিঘর এলাকা নির্ধারণের বিধানের প্রস্তাব করা হয়েছে। সরকার সময়ে সময়ে এ সীমানা নির্ধারণ করবে। এ জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব করা হয়।
বিলে বাতিঘর ব্যবস্থাপনা, বাতিঘর নিয়মিত পরিদর্শন, বাতিঘর নিয়ন্ত্রণ, বাতিঘরের মাশুল আরোপ, মাশুল আদায়, বকেয়া মাশুল আদায়, অনাদায়ী মাশুল সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট নৌযানের বিরুদ্ধে শাস্তির বিধান, মাশুল থেকে অব্যাহতি, বিধি প্রণয়নসহ অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়। এছাড় বিলে বাতিঘরের জন্য কর্মচারী নিয়োগের বিধানের প্রস্তাব করা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান