দশম জাতীয় সংসদের ২১তম (বাজেট) অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে।
মঙ্গলবার (৫ জুন) সকাল ১১টা ১৪ মিনিটে এ অধিবেশন শুরু হয়। বাজেট অধিবেশন চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত।
চলমান অধিবেশনে আগামী ৭ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছ।
জানা গেছে, আসন্ন বাজেট সম্পর্কে জানতে ও সংসদে এ নিয়ে আলোচনায় সহযোগিতা দিতে সদস্যদের জন্য জাতীয় সংসদে চালু হচ্ছে বাজেট ইনফরমেশন হেল্পডেস্ক। সোমবার থেকে চালু হলেও আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
আরজেড/