সংসদে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিল’ পেশ

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০২১ বুধবার সংসদে পেশ করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করতে আরও পাঁচ বছর বাড়াতে বিলটি পেশ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি পেশ করেন। বিদ্যমান আইনের মেয়াদ ২০২১ সালে শেষ হয়ে যাবে।

এর আগে ৬ সেপ্টেম্বর বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০১০ সালে প্রণীত আইনটির মেয়াদ সর্বশেষ তিন বছর বাড়িয়ে ২০২১ সাল পর্যন্ত করা হয়েছিল। প্রস্তাবিত আইনে সময় বাড়ানো ছাড়া অন্য কোন পরিবর্তন করা হয়নি। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান