জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতি মন্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ অধিবেশনের শুরুতে সংসদ কর্যপ্রণালী বিধির ১২(১) ধারা অনুযায়ী এ মনোনয়ন দেন।
সভাপতি মন্ডলীর সদস্যরা হচ্ছেন, আবদুল কুদ্দুস, মৃণাল কান্তি দাস, নজরুল ইসলাম বাবু, মুজিবুল হক এবং সাহাদারা মান্নান।
স্পিকার ও ডেপুিট স্পিকারের অনুপস্থিতিতে নামের অগ্রবর্তিতা অনুযায়ী উপস্থিত সদস্য বৈঠকে সভাপতিত্ব করবেন।