জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত হয়েছে আগামী ৮ নভেম্বর। ওই দিন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করবেন।
রোববার(৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২মিনিটে কমিশন সভা শেষে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৮ নভেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ওইদিন প্রধান নির্বাচন কমিশনার এ তফসিল ঘোষণা করবেন।
ইসি শাহাদত বলেন, তফসিল ঘোষণার দিন নির্ধারিত হলেও সময় নির্ধারিত হয়নি। ওইদিন তিনি জাতির উদ্দেশ্য ভাষণও দেবেন।
এর আগে শনিবার কমিশনের এক সভা শেষে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি ইসির রয়েছে। সে বিষয়ে রোববার বিকেলে ইসির সভায় সিদ্ধান্ত নেয়া হবে।
আজকের বাজার/এমএইচ