সংসদ নির্বাচনে ইভিএমের চিন্তা নেই ইসির

জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত এখন পর্যন্ত নেই নির্বাচন কমিশনের (ইসি)। তবে প্রতিটি স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে।

সোমবার (১৬ জুলাই) দুপুরে ইসি সচিব হেলালুদ্দিন আহম্মেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে সবজায়গায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেই হিসাবে আমরা নির্বাচনকে আরও অধিগ্রহণ, স্বচ্ছ ও সফলভাবে সম্পাদন করার জন্যে প্রযুক্তিটি ব্যবহার করতে যাচ্ছি।

ইতিমধ্যে রংপুরের একটি কেন্দ্রে, খুলনায় দুটি কেন্দ্রে, গাজীপুরে ৬টি কেন্দ্রে এ প্রযুক্তির ব্যবহারে সফলতা পাওয়া গেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আগামী ৩০ জুলাই তিন সিটি নির্বাচনের মধ্যে বরিশাল ১০টি কেন্দ্রে, রাজশাহীর দুটি কেন্দ্রে এবং সিলেটের দুটি কেন্দ্রে আমরা ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করবো। এছাড়া কক্সবাজার পৌরসভার নির্বাচনে তিনটি কেন্দ্রে ব্যবহার করবো।
নো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একটি ইভিএম মেশিনের ব্যয় সম্পর্কে তিনি জানান, প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা ব্যয় হয়ে থাকে। শুধু মেশিন নয় এর সঙ্গে কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তিসহ নানা বিষয় যুক্ত থাকে।

প্রচলিত পদ্ধতি নাকি প্রযুক্তি ইভিএম কোনটি ব্যয় সাপেক্ষ এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, যত ব্যালটপেপার কম ব্যবহার করে প্রযুক্তি ব্যবহার করা যাবে তত ব্যয় কমে আসবে।

আজকের বাজার/এমএইচ