জাতীয় সংসদ সচিবালয়ের কর্মচারী মো: আব্দুল হাকিমের নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, গতকাল মঙ্গলবার তিনি ইন্তেকাল করেছেন।
মরহুমের কফিনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের নেতৃত্বে অতিরিক্ত সচিববৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিবৃন্দ এবং সার্জেন্ট অ্যাট আর্মস শাখার কর্মকর্তা কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
মরহুমের জানাযায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহণ করেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
আজকের বাজার/লুৎফর রহমান