সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)।
মঙ্গলবার ১৯ডিসেম্বর সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোলাম মোস্তফার ভাতিজা রিপন।
সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
গত ১৮ নভেম্বর বিকেলে টাঙ্গাইলে বাস ও মাইক্রোবাসে সংঘর্ষে সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদসহ চার জন আহত হন।
আজকের বাজার:এসএস/১৯ডিসেম্বর ২০১৭