বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুশেমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রুশেমা বেগম মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
এক শোকবার্তায় স্পিকার বলেন, ‘রুশেমা বেগম ছিলেন একজন নিবেদিত প্রাণ সমাজসেবী ও নির্লোভ রাজনীতিবিদ। তার মৃত্যুতে ফরিদপুরবাসী একজন অভিভাবককে হারালো।’
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন ড. শিরীন শারমিন চৌধুরী।
এছাড়াও রুশেমা বেগমের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছন।
আজকের বাজার/লুৎফর রহমান