একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে রোববার শপথ নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।
দুপুর সাড়ে ১২টার দিকে তার শপথ গ্রহণ অনুষ্ঠান সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এরশাদকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এরশাদ জানান, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এরশাদ প্রধান বিরোধী দলের নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রধান শরিক দল হিসেবে জাপা ২২ টি আসন পায়। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ