সংসার টিকিয়ে রাখাতে আরো সময় পেলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২২ ফেব্রুয়ারি থেকেই শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে বিচ্ছেদের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা। কিন্তু ঢাকা উত্তর সিটি করপোরেশন বলছে, এই তারকা দম্পতি আরো ১৭ দিন সময় পাবেন। কারণ শাকিবের তালাকানামা পাঠানোর দিন অর্থাৎ ২২ নভেম্বর থেকে ৯০ দিনের গণনা করা হবে না, দিন গণনা শুরু হবে অপু যে দিন থেকে তালাকনামা হাতে পেয়েছেন সেই দিন থেকে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩-এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন বৃহস্পতিবার বলেছেন শাকিব-অপুর বিচ্ছেদ এখনো কার্যকর হয়নি। বরং তাদের হাতে ১২ মার্চ পর্যন্ত। এর মধ্যে অনেক কিছুই হতে পারে।
তিনি বলেন, ‘তাদের দুজনকে নিয়ে আমাদের তৃতীয় ও শেষ শুনানি হবে ১২ মার্চ। মূলত সে দিনই চূড়ান্ত হবে তালাক কার্যকর হবে, নাকি সমঝোতায় গড়াবে।’
গত বছর ২২ নভেম্বর শাকিব খান তার আইনজীবী শেখ সিরাজুল ইসলামের মাধ্যমে অপুর কাছে তালাকের নোটিশ পাঠান। সে অনুযায়ী গণমাধ্যমের অনেকেই ধরে নিয়েছেন আলোচিত এই তালাক কার্যকর হচ্ছে তিন মাসের হিসাবে আজ ২২ ফেব্রুয়ারি।
আরএম/