সংসার ভাঙল ‘কুমকুমের’

নাম তার জুহি পারমার। ভারতীয় টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ। জুহি নামে যতটা না পরিচিত তার চেয়ে বেশি পরিচিত তিনি কুমকুম নামে। ‘কুমকুম’ নামে একটি মেগা সিরিয়ালেরে মুখ্য চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়েই তার এ খ্যাতি আসে। নিউজ ১৮।

জুহি বিয়ে করেছিলেন টেলিভিশন দুনিয়ার আরেক জনপ্রিয় মুখ শচিন শ্রফকে। দীর্ঘ আট বছরের সংসার তাদের। তবে সেই সংসার আর টিকল না।

গত ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে বিবাহ-বিচ্ছেদ হয়েছে তাদের।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে শচিন জানিয়েছেন, বিবাহ-বিচ্ছেদ দু’জনের সম্মতির ভিত্তিতে স্বচ্ছতা ও সম্মানের সঙ্গেই হয়েছে। জুহি আমাকে কোনোদিনই ভালোবাসেনি। প্রথম থেকেই এটা একতরফা সম্পর্ক ছিল। আমি কোনোভাবেই জুহিকে আমায় ভালোবাসাতে পারলাম না।’

এর আগে এই জুটির বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন জুহি পারমান।

তিনি বলেছিলেন, আমি বিয়ের আগে থেকেই শচিনকে চিনতাম। ও বলেছিল ও আমায় ভালোবাসে, আর আমরা তড়িঘড়ি বিয়ে করে ফেলি। সে সময় আমি ওর প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম, যার মূল কারণ ছিল শচিনের ভালোবাসা।

আমি ভেবেছিলাম আমিও ওকে ভালোবেসে ফেলব। তবে আমি এখনও জানি না, যে এটাকে পুরোপুরি ‘লাভ ম্যারেজ’-এর তকমা দেয়া যায় কি না? বিয়ের বেশ কয়েকবছর পরই আঘাতটা এল। আমার কাছে বিশ্বাস করা কষ্টকর ছিল যে এই বিয়েটা আর চালানো যাচ্ছে না। পরে আমি সিদ্ধান্ত নিই, এভাবে থাকার চেয়ে আলাদা থাকাই ভালো।

এসএম/