সকল ডোমেইন একই রেটে নিবন্ধন করবে বিটিসিএল

দেশে সকল ডোমেইনই একই রেটে নিবন্ধন করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।

বিটিসিএল বলছে, দেশে নিবন্ধনকৃত এই ডোমেইনগুলো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে। সকল ডোমেইন একই রেটে অর্থাৎ বাৎসরিক ৮০০ টাকা ফি-তে দেয়া হবে।

এর মধ্য দিয়ে দেশে ডটবিডি ও ডটবাংলা ডোমেইনের মধ্যে কোনো ক্যাটাগরি রাখছে না বিটিসিএল।

এ ছাড়াও  প্রিমিয়াম ক্যাটাগরির জন্য বাৎসরিক ফি ছিল যথাক্রমে পাঁচ হাজার, ১৫ হাজার এবং ২৫ হাজার টাকা। যা এখন কমিয়ে সমহারে অর্থাৎ আটশো টাকা করা হয়েছে।

তাছাড়া অনলাইনে ডোমেইনের জন্য আবেদন, বরাদ্দ ও পেমেন্টের ব্যবস্থা রাখছে বিটিসিএল।

এমআর/