সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানাতে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আবারও সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম বাসসকে আজ একথা জানান।

তিনি জানান, আগামী ৪ নভেম্বর কমিশন নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে। একই দিনে দুই ভাগে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ করবে কমিশন। সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের মনোনীত প্রত্যেক দলের দুজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে। নিবন্ধিত সব দলকে দুই ভাগে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হবে। (বাসস)