দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে নবম দিনও শুরু হয়েছে আর্চারি দিয়ে। দিনের শুরু নারী কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন সুমা বিশ্বাস।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে প্রতিপক্ষ শ্রীলঙ্কার প্রতিযোগিকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে সোনার পদক জিতে নেন সোমা। এর আগে গতকাল সুস্মিতা বণিক ও শ্যামলী রায়কে নিয়ে কম্পাউন্ড মহিলা দলগত বিভাগেও সোনা জিতেছিলেন এই আর্চার।
গতকাল রবিবার (৮ ডিসেম্বর) আর্চারিতে সোনায় মোড়ানো একটি দিন পার করেছে বাংলাদেশ। একদিনে মোট ৬টি সোনা জিতেছে লাল সবুজ প্রতিনিধিরা। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলের হাত ধরে সোনা জয়ের উৎসবের শুরু।
নেপালের কাঠমান্ডু-পোখারার চলতি আসরে এটি নিয়ে মোট ১৫টি সোনা জিতল বাংলাদেশ।
আজকের বাজার/আরিফ