সকালেই সড়কে ঝরল পাঁচ প্রাণ

প্রতীকী ছবি

সড়কে মৃত্যুর মিছিল থামছেইনা। গত কয়েকদিন ধরে শুধু দীর্ঘই হচ্ছে এ মিছিল। গত শনিবার দেশের বিভিন্নস্থানে দেড় শতাধিক মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। গতকাল রোববারও এ তালিকায় যোগ হয় দুই জন। আজ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক খাদে পড়ে নিহত হয়েছেন ৫জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই প্রাণ আরএফএল কোম্পানির শ্রমিক। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সোমবার (২৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতী থানার কাছে এ দুর্ঘটনা ঘটে।

কালিহাতী থানার ওসি (তদন্ত) মনসুর আলী আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত যাত্রীরা জানান, তারা সবাই প্রাণ আরএফএল কোম্পানির শ্রমিক। ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত ১২০ জন সিলেটের উদ্দেশে রওনা দেন। টাঙ্গাইলের কালিহাতী থানার কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় অন্তত ৩৫ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে পাঁচজন মারা যান। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি (তদন্ত) মনসুর আলী আরিফ বলেন, ভোরে থানার কাছে সেতু পার হওয়ার সময় একটি ট্রাক উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে। পরে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়।

রাসেল/