বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘সঙ্গীত মহাসম্মান’পুরস্কারে ভূষিত করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য গত শনিবার সন্ধ্যায় কলকাতায় ‘উত্তীর্ণ’ মুক্তমঞ্চে বাংলা সঙ্গীতমেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীকে এই সম্মানে পুরস্কৃত করা হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার স্বরূপ বন্যার হাতে ৫০ হাজার রুপি, উত্তরীয় ও স্মারক তুলে দেন । বন্যার পাশাপাশি এই সম্মানে ভূষিত হন আরও ৭ জন শিল্পী বলে ডিএমপি নিউজ সূত্রে জানা গেছে। এরা হলেন তবলা বাদক শুভঙ্কর বন্দোপাধ্যায়, সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য, গিটারে দেবাশিস ভট্টাচার্য, লোকগীতিতে স্বপন বসু, ঝুমুর শিল্পী বিমলা দেবী, পট গানের শিল্পী স্বর্ণ চিত্রকর ও ফকিরি গানে খাইবার ফকির।
আজকের বাজার: সালি / ২৪ ডিসেম্বর ২০১৭