সচিব পদমর্যাদার গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন চার সরকারি সংস্থার প্রধান। বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সচিব পদমর্যাদা পাওয়া কর্মকর্তারা হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহাদাৎ হোসেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. হাইয়ুল কাইউম, পেট্রোবাংলার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রুহুল আমিন এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী আ খ ম মহিউল ইসলাম।
পদোন্নতির পর এই চার কর্মকর্তাকে আগের দফতরেই প্রেষণে পদায়ন করা হয়।
আজকের বাজার/এমএইচ