প্রস্তাবিত বাজেটে বিশাল অঙ্কের ঘাটতি পূরণে নজরদারি বাড়ানো হয়েছে সঞ্চয়পত্রে। বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ৬০ হাজার ৩৫২ কোটি টাকা ধার নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে সঞ্চয়পত্র নেয়া হবে ৩০ হাজার ১৫০ কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী এ তথ্য দেন।
বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা; যা জিডিপির ৫ শতাংশ।
অর্থমন্ত্রী বলেন, উন্নয়ন কর্মকাণ্ড ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধির কারণে বাজেট ঘাটতি গত বছরের তুলনায় সামান্য বাড়বে। তবে শাক্তিশালী জিডিপি প্রবৃদ্ধির ফলে অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
ঘাটতি পূরণে সঞ্চয়পত্রের কথা তুলে তিনি বলেন, ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস হতে আসবে ৫১ হাজার ৯২৪ কোটি (জিডিপির ২.৩)। অভ্যন্তরীন উৎস হতে আসবে ৬০ হাজার ৩৫২ কোটি টাকা (জিডিপির ২.৭)। অভ্যন্তরীন উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা হতে ২৮ হাজার ২০৩ কোটি এবং সঞ্চয়পত্র ও ব্যাংক বর্হির্ভূত খাত হতে আসবে ৩২ হাজার ১৪৮ কোটি টাকা; যা জিডিপির ১.৪ শতাংশ।
আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭