বড় ধরনের অঘটন থেকে রক্ষা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।
সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গতকাল প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। গতকাল রাতে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভিপি নুর।
নিজের ফেসবুক পেজে তিনি বলেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে এবারের মতো বেঁচে ফিরলাম। বাইকে হাতিরঝিল দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হই।
ভিপি নুর বলেন, পেছনের বাইকে চালকের পেছনে আমি ছিলাম। হাত, পা, শরীরে ব্যথা পেয়েছি, কয়েক জায়গায় একটু ছিঁড়ে গেছে।
তিনি বলেন, খুব বড় ধরনের আঘাত পাইনি, তবে ভয়াবহ হতে পারত। পেছনের বাইক আমাদের ওভারটেকিং করছিল, এমন সময় অন্যদিক থেকে ট্রাক আসছিল, দুটি বাইক ছেঁচড়ে পড়ে যায়।
তিনি আরও বলেন, কৃতজ্ঞতা ও প্রশংসা মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি বিপদ থেকে হেফাজত করেছেন। সবাই দোয়া করবেন বিপদে যেন এভাবে মহান আল্লাহর রহমত পাই।
আজকের বাজার/এমএইচ