শনিবার ১৮ জানুয়ারি মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে-তে দুর্ঘটনায় পড়ল অভিনেত্রী শাবানা আজমির গাড়ি। ঘটনায় আহত অভিনেত্রীকে অবিলম্বে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী পানভেল, এমজিএম হাসপাতালে। জানা গিয়েছে, তাঁর গাড়িটি পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাককে।
জানা গিয়েছে শাবানা আজমি ওই গাড়িতে রওনা হয়েছিলেন খান্ডালার উদ্দেশে। সেখানে তাঁর পরিবারের একটি হলিডে হোম রয়েছে। দুর্ঘটনার সময়ে শাবানা আজমি তাঁর গাড়িতে একা ছিলেন বলেই শোনা গিয়েছে। তবে খান্ডালার উদ্দেশে তিনি একা রওনা হননি।
দুর্ঘটনাগ্রস্থ গাড়ি শাবানা আজমির স্বামী, কবি-গীতিকার জাভেদ আখতারও খান্ডালা অভিমুখে রওনা হয়েছিলেন। কিন্তু তিনি দুর্ঘটনার সময়ে অন্য একটি গাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময়ে জাভেদ আখতারের গাড়িটি শাবানা আজমির গাড়ির থেকে খুব দূরে ছিল না। কিন্তু গাড়িটি এগিয়ে গিয়েছিল নাকি শাবানা আজমির গাড়ির পিছনে ছিল, তা এখনও জানা যায়নি।
আজকের বাজার/লুৎফর রহমান