‘সততা, দক্ষতা এবং আদর্শের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে চাই’

বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায়  গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি গাজীপুরবাসীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সর্বোপরি আমি এলাকাবাসীকেও ধন্যবাদ দিতে চাই। তারা আমাকে তাদের সন্তান মনে করে, কাজ করার মানুষ মনে করে, বিশ্বাস করে আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন। সেটা যেন ঈমানের সঙ্গে, সততা, দক্ষতা এবং আদর্শের মধ্যে থেকে পালন করতে পারি।’

বুধবার (২৭ জুন) মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘গাজীপুরের মানুষ যানজট, জলাবদ্ধতা, ময়লা-আবর্জনার মধ্যে আছে। সেই হিসেবে বলেছি আমাকে এবং নৌকাকে ভোট দিন। আমি আপনাদের পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী উপহার দিতে চাই। সিটি করপোরেশন নিয়ে আমার একটি মাস্টারপ্ল্যান তৈরি করা আছে। এটা নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে কাজটা করতে চাই। সিনিয়র সবার কাছে সহযোগিতা চাই।’

জাহাঙ্গীর বলেন, ‘অবশ্যই আমি তাদের পাশে পেতে চাই। আমি যা চিন্তা করেছি, তা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবো। আমি চাই কাজের স্বার্থে, ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে, পরিচ্ছন্ন নগরীর স্বার্থে তারা যেন আমাকে সহযোগিতা করেন।’

আরজেড/